বড় বাজেট নিয়ে বড় পরিসরে আলোচনা, এনটিভিতে রাত ৯টায়
বাজেট নিয়ে এনটিভির আয়োজনে আজ মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’। ২০২১-২২ অর্থবছরের বাজেটকে সামনে রেখে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের বিশিষ্টজনেরা। তেজগাঁওয়ে এনটিভির নিজস্ব স্টুডিও থেকে আইএফআইসি ব্যাংকের সৌজন্যে রাত ৯টা থেকে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটি।
‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানটি এখন দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর বার্ষিক ইভেন্টে রূপ নিয়েছে। বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা, রাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছে তুলে ধরতে এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত হয়ে আসছে এই অনুষ্ঠান।
এবারের প্রধান ভেন্যু এনটিভির তেজগাঁও স্টুডিওতে এই আয়োজনকে ঘিরে গতকাল সোমবার রাত থেকেই শুরু হয় প্রস্তুতি। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সফলভাবেই অনুষ্ঠানটি সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
বাজেট নিয়ে মতামত ও বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানা প্রশ্নের জবাব দিতে মঞ্চে থাকছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এফবিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন, বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান। এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত হবেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
করোনা ভাইরাস পরিস্থিতিতে সীমিত থাকছে এবারের আয়োজন।
পুরো আয়োজনটির সঞ্চালনায় থাকছেন এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম। রাত ৯টায় শুরু হয়ে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানটি বিরতিহীনভাবে চলবে এনটিভির সাড়ে ১০টার রাতের খবরের আগ পর্যন্ত। আর দর্শকরা পুরো অনুষ্ঠানটিই সরাসরি দেখতে পাবেন এনটিভির পর্দায়।