বরিশাল বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক
বরিশাল থেকে খুলনাসহ চার রুটে আট দিন বন্ধ থাকার পর বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপে নবম দিনে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের রুপাতলী বাস মিনিবাস মালিক সামতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।
কাওছার হোসেন শিপন বলেন, ‘ঝালকাঠিতে পিরোজপুরের বাসের ড্রাইভারকে মারধরকে কেন্দ্র করে বরিশাল থেকে খুলনাসহ সরাসরি প্রথমে সাত রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে টানা আট দিন বরিশাল থেকে খুলনা ও পিরোজপুরসহ চার রুটে বাস চলাচল বন্ধ থাকে। গতকাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান তাঁর কার্যালয়ে পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নকে নিয়ে বসেছিলেন। সেখানেই সমস্যার সমাধান হয়েছে। আজ সকাল থেকেই বাস চলাচল স্বাভাবিক হয়েছে।’
ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি বলেন, ‘বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গতকাল বিকেলে আমরা বসেছিলাম। আলোচনা ফলপ্রসূ হওয়ায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।’
এদিকে সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় জনভোগান্তি লাঘব হয়েছে।