বরিশালে দুই ট্রলারের সংঘর্ষ, দুই মোটরসাইকেল পানিতে
বরিশালে আড়িয়াল খাঁ নদীতে দুই ট্রলারের সংঘর্ষে দুইটি মোটরসাইকেল ডুবির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাত ৪টার দিকে বরিশালের বন্দর থানাধীন লাহারহাট লঞ্চঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ ভোররাত ৪টার দিকে লাহারহাট লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ভোলার ভেদুরিয়া ঘাটের উদ্দেশে একটি ট্রলার রওনা হয়। ওই ট্রলারে দুইটি মোটরসাইকেলও ছিল। এ সময় অপরদিক থেকে আসা মুদি মালবাহী একটি ট্রলারের সঙ্গে আড়িয়াল খাঁ নদীতে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী ট্রলারে থাকা মোটরসাইকেল দুটি নদীতে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকালে মোটরসাইকেল দুটি নদী থেকে উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘ঘাট সংলগ্ন নদীতে ভোরে ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সকালে ফায়ার সার্ভিস এসে মোটরসাইকেল দুইটি উদ্ধার করে।’