ভরণ-পোষণ না দেওয়ায় বাবার আত্মহত্যা!
দুই ছেলে ও তাদের স্ত্রীরা ঠিকমত ভরণ-পোষণ না দেওয়ায় মহেন্দ্র বাড়ৈ (৭২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মহেন্দ্র বাড়ৈর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় দিলীপ বাড়ৈ ও অধির বাড়ৈ জানিয়েছেন, মহেন্দ্র বাড়ৈর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী ও তাঁর এক সন্তান বর্তমানে ভারতে রয়েছে। এদিকে বাড়িতে তাঁর প্রথম পক্ষের দুই ছেলে ও ছেলের বউ থাকলেও তাঁরা ভরণ-পোষণ দিতেন না। এমনকি মহেন্দ্র বাড়ৈকে ঠিকমতো খাবারও দিতেন না। তাই মহেন্দ্র সন্তানদের ওপর অভিমান করে শুক্রবার দিবাগত রাতের যেকোন সময়ে বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঁঠাল গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জেনেছি।
সকালে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে উপপরিদর্শক (এসআই) মো. আলী হোসেন ঘটনাস্থল থেকে মহেন্দ্র বাড়ৈর লাশ উদ্ধার করে নিয়ে যান।
এদিকে শুক্রবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের ফেনাবাড়ি গ্রামের বীরেন গুপ্ত (৬০) পারিবারিক কলহের কারণে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
বীরেন গুপ্তের ভাইয়ের ছেলে রমেন গুপ্ত জানান, পারিবারিক অশান্তির কারণে তাঁর বীরেন কাকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।
আজ সকালে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের হেলাল সিকদারের মেয়ে সাহিনুর আক্তার (২৪) স্বজনদের সঙ্গে ঝগড়া করে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরিবারের লোকজন সাহিনুরকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানলিজা আক্তার জানান, আত্মহত্যাচেষ্টাকারী রোগীদের গুরুত্ব দিয়ে সেবা প্রদান করা হচ্ছে।