ভাঙ্গা পৌরসভার মেয়র হলেন আবু ফয়েজ রেজা
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবু ফয়েজ মো. রেজা। নৌকা প্রতীক নিয়ে তিনি ১২ হাজার ২৮৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হলেন।
এ ছাড়া আবু ফয়েজ রেজার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আসাদুজ্জামান হাতপাখা নিয়ে পেয়েছেন চার হাজার ৭৩৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে মো. ইসমাইল মুন্সী পেয়েছেন দুই হাজার ৬৭৯ ভোট।
এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবারের পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যা ২৬ হাজার ৮৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪৪৬ জন। নারী ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৩৫ জন। এবারের নির্বাচনে নয়টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রের মাধ্যমে ৮১টি কক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়।