ভারতফেরত তরুণীর মামলায় আকবর চারদিনের রিমান্ডে
ভারতে পাচার হওয়ার পর কৌশল দেশে ফিরে এক তরুণীর মানবপাচার ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তার আসামি আকবর আলীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই তরুণী ৭৭ দিন পর ভারত থেকে বাংলাদেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলা দায়ের করেন।
আজ বৃহস্পতিবার আকবরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. শাহিনুর রহমান তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ধাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়।
ভারতে পাচার হওয়ার পর পালিয়ে দেশে ফিরে গত ১ জুন রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছিলেন ওই তরুণী।