ভারতে তিন মাস কারাভোগের পর দেশে ফিরল ২৬ জেলে
ভারতে তিন মাস কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৬ বাংলাদেশি জেলেকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
ফেরত আসা জেলেদের বাড়ি পিরোজপুর ও বরগুনা জেলায়।
পুলিশ জানায়, গত ১৮ আগস্ট বঙ্গোপসগরে ইলিশ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাংলাদেশি ২৬ জেলে। পরে সমুদ্রে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমানায় পৌঁছালে সে দেশের কোস্টগার্ড তাদের আটক করে। পরে তাদের ভারতের কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাডশেল্টার হোমের নিরাপত্তা হেফাজতে রাখা হয়।
ভারতে নিযুক্ত বাংলাদেশি উপহাইকমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম বলেন, ‘ভারতে তিন মাস কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ২৬ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করা হয়। তারা ভারতের কাকদ্বীপের ফ্লাডশেল্টার নিরাপত্তা হেফাজতে ছিল।’
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।