ভারতে পাচারকালে নয়টি বন্যপ্রাণী উদ্ধার, পরে সুন্দরবনে অবমুক্ত
ভারতে পাচারকালে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে নয়টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন। আজ রোববার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের হাতে এসব প্রাণী তুলে দেওয়া হয়। পরে প্রাণীগুলো গভীর সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ বলেন, উদ্ধারকৃত এসব প্রাণীর মধ্যে রয়েছে একটি ঈগল, ছয়টি বিদেশি জাতের খরগোশ ও দুইটি উদ বিড়াল।
বিজিবি ব্যাটালিয়ন অফিস চত্বরে প্রাণীগুলোকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে সুলতান মাহমুদ বলেন, প্রাণীগুলোকে গভীর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।