ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তে ৪৩টি স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অগ্রভুলোট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজি ওজনের ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পাওয়া যায় অগ্রভুলোট সীমান্ত দিয়ে তিন পাচারকারী শরীরে বহন করে স্বর্ণ ভারতে পাচার করছে। পরে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। বিজিবি তাদের ধাওয়া করলে একটি কালো রঙের ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পড়ে ব্যাগ তল্লাশী করে পাঁচ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ পিএসসি বলেন, ‘ভারতে পাচারের সময় অগ্রভুলোট সীমান্ত থেকে পাঁচ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।’