ভারত থেকে আনা গাঁজা জব্দ শেরপুরে, গ্রেপ্তার ২
ভারতে থেকে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে দেশে আসে গাঁজা। বিক্রির উদ্দেশে এই মাদক নেওয়া হচ্ছিল সিরাজগঞ্জে। তবে, পথে বাধা হয়ে দাঁড়াল পুলিশ। পাচার করে আনা ৯ মণ গাঁজা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়ে দুই মাদক কারবারিকে।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে শেরপুরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে, মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার চর ভগবতীপুরের আব্দুল মালেক (৪৫) ও একই এলাকার আব্দুর রাজ্জাক (৪০)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বিক্রির উদ্দেশে ৯ মণ গাাঁজা সিরাজগঞ্জ নিয়ে যাচ্ছিল। ভারত থেকে রৌমারী সীমান্ত দিয়ে এই মাদক পাচার করে আনে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এমনটাই বলেছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।’