ভারত থেকে পুশইনের পর নওগাঁয় আট নারী-পুরুষ আটক
নওগাঁর সাপাহার সীমান্তে ভারত থেকে পুশইন করার পর আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে ১৬ বিজিবি কোম্পানি হাপানিয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। পরে তাদের স্থানীয় সাপাহার থানায় সোপর্দ করা হয়েছে।
আজ নমঙ্গলবার ভোরের দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের সাপাহার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে বলে আটককৃতরা জানিয়েছে।
আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জের মো. জহুর আলী গাজী (৩৭), শ্যামনগরের মো. হাসান আলী (৩২), শ্যামনগরের মোসা. নুরনাহার বেগম (২৭) একই থানা ও জেলার মো. সালমা পারভীন (৩০)। জয়পুরহাট জেলার পাঁচবিবির মো. শরিফুল ইসলাম (২৭), নড়াইল জেলার কালিয়া থানার মোসা. সেনিয়া খাতুন (২৫), ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মোসা. সাদিয়া খন্দকার ইভা (২৪), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মোসা. পপি আক্তার (২১)।
সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. আজিজুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মঙ্গলবার ভোর ৪টার দিকে হাপানিয়া সীমান্তের হরিণমাঠ এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে পুশইন হয়ে আসায় ব্যক্তিদের আটক করে। পরে স্থানীয় থানায় সোপর্দ করে। বেশ কিছুদিন আগে আটককৃত ব্যক্তিরা একত্রে বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিএসএফ সদস্যদের হাতে আটকা পড়েন। এরপর ভারতীয় আইনে দমদমে জেলহাজত খাটার পর ছাড়া পান। আজ মঙ্গলবার ভোরে বিএসএফ সদস্যরা তাদের সাপাহার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে দেয় বলে বিজিবি জানান।
আটককৃতদের বিরুদ্ধে মামলার পর পুলিশ তাদের আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠিয়েছে বলে সাপাহার থানার পরিদর্শক ( তদন্ত) মো. আল-মাহমুদ জানিয়েছেন।