ভারত-পাকিস্তানের তুলনায় বাংলাদেশে হজ ফ্লাইটের ভাড়া কম, দাবি বিমানের সিইওর
ভারত এবং পাকিস্তানের তুলনায় বাংলাদেশে হজ প্যাকেজে প্লেন ভাড়া অনেক কম বলে দাবি করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। আজ রোববার (১৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
শফিউল আজিম বলেন, ‘বিগত বছরের তুলনায় এবার ডলারের দাম অনেক বেড়েছে। এ ছাড়া বিমানের প্রতিটি হজ ফ্লাইটই ডেডিকেটেড। ফলে হজ ফ্লাইটে প্লেন ভাড়া কমানো সম্ভব না।’
সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘হজ প্যাকেজে ১৬টি ব্যয়ের খাত থাকে। এর মধ্যে একটি হচ্ছে প্লেন ভাড়া। এই ভাড়া বিমান এককভাবে নির্ধারণ করে না। বিমান শুধু ফ্লাইটের ভাড়া প্রস্তাব করে। পরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, সংসদীয় কমিটিসহ রকারের অন্যান্য সংস্থা অনুমোদন দেয়।’ তিনি আরও বলেন, ‘প্রতি বছর ভারত, পাকিস্তানও হজ প্যাকেজ ঘোষণা করে। এবার তারা এখনও হজ প্যাকেজ ঘোষণা করেনি। তবে, বিগত বছর আমরা দেখেছি, তাদের চেয়ে আমাদের প্লেন ভাড়া কম।’
শফিউল আজিম বলেন, ‘এবার হজে প্লেন ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। বিমান এর চেয়ে আর ভাড়া কমাতে পারবে না। কারণ, বিমানের প্রতিটি ফ্লাইটই ডেডিকেটেড। শুধু যাত্রী নিয়ে যাবে, ফেরার সময় যাত্রী আনবে না। আবার হজ শেষে হজ যাত্রীদের নিয়ে আসবে, কিন্তু যাওয়ার সময় যাত্রী নেবে না। এ কারণে ভাড়া কমানো সম্ভব নয়।’