ভালো কাজের স্বীকৃতি পেলেন সুন্দরবনের তিন বন কর্মকর্তা-কর্মচারী
পূর্ব সুন্দরবন বিভাগে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় তিন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপাই রেঞ্জ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
জানা গেছে, এই প্রথমবারের মতো শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। আজ দুপুরে চাঁদপাই রেঞ্জ কার্যালয় চত্বরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এই সম্মাননা স্মারক প্রদান করেন।
একই সঙ্গে রেঞ্জের বগি স্টেশন কর্মকর্তা ফরেস্টার মুহাম্মদ সাদিক মাহমুদ ও কটকার বনপ্রহরী তোফাজ্জেল হোসেনকেও আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
সম্মাননা স্মারক ও সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. মঈনউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন, চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. এনামুল হক ও শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে এই প্রথম কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ অবদানের জন্য তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।