ভালো স্বাস্থ্য ছাড়া ভালো কিছু অর্জন হবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, স্বাস্থ্যই সম্পদ। শিক্ষার ক্ষেত্রেও স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো স্বাস্থ্য ছাড়া আপনি দেশ, জাতি, নিজের ও পরিবারের ভালো কিছু অর্জন করতে পারবেন না। আমার শরীর যদি ভালো না থাকে তাহলে আমি আমার পরিবারের জন্য বোঝা। সমাজের জন্য বোঝা হয়ে যাই। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যার স্বাস্থ্য খারাপ সেই ভালো জানে স্বাস্থ্যের গুরুত্ব।
গতকাল শনিবার রাতে মানিকগঞ্জের গড়পাড়ায় স্বাস্থ্যমন্ত্রীর বাগানবাড়িতে ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, আমরা মানিকগঞ্জে সবচেয়ে আধুনিক ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করেছি। এই হাসপাতালে ডায়াবেটিক রোগীদের সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসক ও মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি এস এম ফেরদৌসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শ্রম আদালতের সিনিয়র জজ আমিনুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নীনা রহমান, পৌর মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সহসভাপতি সিনথিয়া মালেক, রাহাত রিয়েল এস্টেটের পরিচালক রাহাত মালেক, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কার্যকরী পরিষদের সব সদস্য।
বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শিল্পীবৃন্দ।