ভাষাসৈনিক কয়েসের ভরণপোষণের দায়িত্ব নিলেন সাংসদ মোজাফফর
ভাষাসৈনিক কয়েস উদ্দিনের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। জামালপুরে সম্প্রতি অমর একুশে-২০২২ সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংসদ সদস্য এই দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন বলেন, ‘যতদিন ভাষাসৈনিক কয়েস উদ্দিন বাঁচবেন, ততদিন তাঁর ভরণপোষণের ব্যয়ভার এবং যা যা লাগবে আমি সব ধরনের খরচ বহন করব, ইনশাল্লাহ।’
জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আরও বলেন, ‘১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস৷ উত্তাল ঢাকা, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন, মিছিল৷ পুলিশ গুলি চালালে পিছু হটেননি ভাষাসৈনিকেরা। বরং এগিয়ে গিয়েছেন, রক্ত দিয়েছেন, রক্ষা করেছেন মাতৃভাষা বাংলাকে৷ তাই এরকম একজন ভাষাসৈনিককে পাশে থাকতে পেরে গর্ববোধ করছি।’
মো. মোজাফফর হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের মতো মহান ভাষা আন্দোলনের ‘ভাষাসৈনিক’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা দেওয়া প্রয়োজন। রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি এই ভাষাসৈনিকদের জন্য সরকারের কাছে ভাতাও চালু করা দরকার।’
একই সঙ্গে সারা বছর শহীদ মিনারের পবিত্রতা রক্ষাসহ ভাষা আন্দোলনের ঐতিহাসিক স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান বীরমুক্তিযোদ্ধা মো. মোজাফফর হোসেন।
সম্মাননা অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন বলেন, ‘মায়ের ভাষার অধিকার এবং সম্মান রক্ষায় ভাষা আন্দোলন করেছেন তারা। এজন্য ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা শহীদদের অবদানকে তুলে ধরতেই তাদের স্বীকৃতি প্রয়োজন।’