ভাসানচরে রেশনসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ
নোয়াখালীর ভাসানচরে রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রোহিঙ্গারা। আজ সোমবার সকালে জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআরের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল খোঁজ-খবর নিতে গেলে বিক্ষোভ মিছিল করেন রোহিঙ্গারা।
এ সময় প্রতি মাসে তাদের পাঁচ হাজার করে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন রোহিঙ্গারা। এ ছাড়া নিম্নমানের রেশন, খাবারের প্রতিবাদ এবং কর্মসংস্থান ও চিকিৎসাসেবার দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, রোহিঙ্গাদের বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।