ভিপি নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে।
আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (প্রথম আদালত) আয়েশা বেগমের আদালতে এই মামলাটি করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন।
বাদীপক্ষের আইনজীবী একরাম হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক মামলায় বাদীর জবানবন্দি নিয়েছেন। এখন আদেশের অপেক্ষায় রয়েছে।
আইনজীবী বলেন, মামলায় দণ্ডবিধির ১৫৩/১২১(ক) এবং ৫০০ ধারায় রাষ্ট্রদ্রোহ, মানহানি ও দাঙ্গা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
বাদী তাঁর আরজিতে উল্লেখ করেছেন, গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় নুরুল হক নুর তাঁর ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে উসকে দেওয়ার হীন মানসিকতার আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ করেন। যেমন- স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’, বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে বারবার ‘অবৈধ অনির্বাচিত সরকার’ বলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শবিরোধী’, ছাত্রলীগের কর্মীদের বারবার ‘কুলাঙ্গার’ এবং বাংলাদেশ সরকারকে ‘বিদেশি পা-চাটা তাবেদার সরকার’ বলেছেন।