ভূমিকম্পের পর সিলেটের রাজা জিসি স্কুলের ভবন পরিত্যক্ত ঘোষণা
ভূমিকম্পে ফাটল ধরা সিলেটের ঐতিহ্যবাহী রাজা জিসি স্কুলের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শিক্ষা ভবনের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, ভবনটি ভূমিকম্প সহনীয় মাত্রায় নির্মাণ করা হয়নি।
গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট নগরীতে ৩ দশমিক ৮ মাত্রার দুই দফায় ভূমিকম্পে ফাটল দেখা দেয় রাজা জিসি স্কুলের একটি ভবনে।
ভবনটি সাবেক সিটি মেয়র বদরউদ্দিন কামরানের নামে নামকরণ করা হয়েছিল।
পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম বলেন, ‘ভবনটি ভূমিকম্প সহনীয় মাত্রায় তৈরি করা হয়নি। ভূমিকম্পে ফাটল হওয়া কামরান ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে ভূমিকম্প প্রতিরোধক আরেকটি ভবন তৈরি করা হবে। সেইসঙ্গে সিলেটে গত দুবছর থেকে যত শিক্ষা প্রতিষ্ঠানের ভবন তৈরি করা হয়েছে সেগুলো ভূমিকম্প সহনশীল মাত্রায় তৈরি করা হচ্ছে।’
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘ভূমিকম্পে কীভাবে ক্ষতি হয় তা বলা যায় না। পরিত্যক্ত ভবনের কারণে স্কুলে শ্রেণিকক্ষের সমস্যা থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হবে। প্রয়োজন হলে নতুন করে শ্রেণিকক্ষ তৈরি করা হবে।’