ভেজাল শিশুখাদ্য, ৭ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা
ঢাকার কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৮ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে। নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশুখাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় এই জরিমানা করা হয়।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র্যাব-১০-এর সমন্বয়ে ঢাকার কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত নকল বৈদ্যুতিক তার ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সাত প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুকনা মেটার ওয়ার্কাসকে নগদ দুই লাখ টাকা, এ আর বি ক্যাবলকে দেড় লাখ, মায়ের দোয়া মেটালকে ২০ হাজার, রহিমা ট্রেডার্সকে দুই লাখ, ফরচুন ফুড ইন্ডষ্ট্রিসকে ইন্ডাস্ট্রিসকে চার লাখ, কাদের ফুডকে চার লাখ ও নানিআং ক্যাবলসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল বৈদ্যুতিক তার ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।