ভোগান্তিহীন ঈদ উদযাপন করেছি : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবারের ঈদুল ফিতরের যাত্রা স্বস্তিদায়ক ছিল। আমরা এবার একটা ভোগান্তিহীন ঈদ উদযাপন করতে পেরেছি।’
আজ সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে না দেওয়ায় বাইকাররা অসন্তুষ্ট ছিল। চালু করে দেওয়ার পর তরুণরা যে শৃঙ্খলার সঙ্গে চালিয়েছে তা অনন্য।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি আজ দায়িত্ব নিয়েছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর আমরা সামনে থেকে দেখেছি।’
ঈদ শেষে রাজধানীতে মানুষের ফিরে আসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ঘরমুখো যাত্রা যেমন স্বস্তিদায়ক ছিল, তেমনি ফিরে আসাটাও যেন স্বস্তিদায়ক হয়। ঈদের আগে সড়ক দুর্ঘটনা কম হলেও পরের যাত্রায় দুর্ঘটনা অনেক বেড়ে যায়। এ সময় একটু কঠোরভাবে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।’
এসময় সংশ্লিষ্টদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘কর্মস্থলে ফেরার যাত্রা নিরাপদ করার জন্য আপনারা চেষ্টা করবেন, যাতে অতীতের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। এবার সবাই ইতিবাচক বলছে, স্বস্তিদায়ক যাত্রা হয়েছে।’