ভোলায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, লালমোহনে গাছচাপায় নিহত ১
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার সর্বদক্ষিণে চরফ্যাশন উপজেলার ঢালচর ও কুকরী মুকরীসহ নিম্নাঞ্চলের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। জোয়ারের পানি সাত থেকে আট ফুট পর্যন্ত বেড়েছে। ভেঙে গেছে ঢালচরের ৩০টি মাছের আড়তসহ শতাধিক বাড়িঘর।
মঙ্গলবার রাতে গাছের নিচে চাপা পড়ে লালমোহন উপজেলার চরছকিনা গ্রামের আবু তাহের নামের একজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল থেকেই ভোলায় চলছে থেমে থেমে ঝড়ো বাতাস আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মেঘনা এবং তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী দৌলতখানের মদনপুর, মাঝের চর ও মেদুয়া, লালমোহনের চর কচ্ছপিয়া, বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন, তজুমদ্দিনের মলংচরা ও চরজহিরুদ্দিন, মনপুরার কলাতলীর চর ও চর নিজাম, চরফ্যাশনের ঢালচর, চর কুকরী মুকরী, চর পাতিলাসহ অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। চরফ্যাশনের ঢাল চরে ৩০টি মাছের আড়তসহ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্তের খবর পাওয়া গেছে।
উত্তাল মেঘনায় মাছ ধরে তীরে ফেরার সময় সদর উপজেলার তুলাতলী নামক মেঘনায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় অন্য জেলেরা ট্রলার নিয়ে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।