ভোলায় পৌর নির্বাচনে মনোনয়ন জমা, বিএনপির দোয়ার অনুষ্ঠানে পুলিশি বাধা
বিএনপি মনোনীত প্রার্থীর দোয়া অনুষ্ঠানে পুলিশি বাধাসহ নানা অভিযোগের মধ্য দিয়ে ভোলার দুই পৌরসভা নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার ছিল ভোলা ও চরফ্যাশন পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কাউন্সিলর পদপ্রার্থীরা গতকাল থেকে মনোনয়পত্র জমা দেওয়া শুরু করে। আজ সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুমেন, যুগ্মসাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে মাওলানা আতাউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা শেষে আওয়ামী লীগ প্রার্থী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং চলমান কাজে ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুমেন অভিযোগ করে বলেন, ‘তাদের দোয়া অনুষ্ঠানেও পুলিশ বাধা দিয়েছে।’
বৈষম্য দূর করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির মেয়র পদপ্রার্থী ট্রুমেন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুনের কাছে তাঁর কার্যালয়ে সব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পঞ্চম ধাপে ভোলা সদর এবং চরফ্যাশন পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে।