ভৈরবের কুখ্যাত নৌডাকাত বাছির গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে কুখ্যাত আন্তজেলা নৌ-ডাকাত বাছির মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের চরমঞ্জুর নগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ডাকাত বাছির ওই এলাকার সাফি উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে ভৈরব নৌথানাসহ ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন নৌথানায় কমপক্ষে ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর দেড়টার দিকে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সাদেকপুর ইউনিয়নের চরমঞ্জুর নগর এলাকায় অভিযান চালিয়ে বাছিরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আজ বিকেলে ভৈরব কুলিয়ারচর সার্কলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনের নির্দেশে ডাকাত বাছিরকে ভৈরব নৌথানায় হস্তান্তর করা হয়।
ভৈরব নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম খান সত্যতা স্বীকার করে জানান, কুখ্যাত নৌ-ডাকাত বাছির ভৈরব নৌ-থানার এজাহারনামীয় পলাতক আসামি। যার তদন্তকারী কর্মকর্তা তিনি নিজেই।