ভৈরবে এইডস প্রতিরোধে সচেতনতামূলক সভা
কিশোরগঞ্জের ভৈরবে এইচআইভি ও এইডস প্রতিরোধে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বন্ধু ওয়েল ফেয়ার নামের একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান ওই সভার আয়োজন করে।
আজ বুধবার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কিশোর কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশীদ আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা।
সভায় চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, মসজিদের ইমাম, মানবাধিকার ও স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার মাঠ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
বন্ধু ওয়েল ফেয়ারের ভৈরব অফিসের ইনচার্জ মো. মাসুম মিয়া প্রজেক্টরের মাধ্যমে এইচআইভি ও এইডস সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। এতে দেশব্যাপী এই রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি তাদের সংস্থার নানা কার্যক্রম তুলে ধরা হয়।
জানানো হয়, প্রধানত যৌনবাহিত এই রোগটি কিভাবে ছড়ায় এবং ছড়ায় না। এর প্রতিরোধ, চিকিৎসা, সেবা ইত্যাদি বিষয়ে। এইডস প্রতিরোধে সংস্থাটির কার্যক্রম তুলে ধরে এর প্রতিরোধে স্থানীয় চিকিৎসক, সাংবাদিক, রাজনীতিবিদ, ইমাম, মানবাধিকার ও সমাজকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।