ভৈরবে চেম্বারের উদ্যোগে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান
কিশোরগঞ্জের ভৈরবে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে করোনা আইসোলেশন সেন্টারে দুটি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে। এফবিসিসিআইয়ের সহযোগিতায় দেশব্যাপী মহামারি করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষার জন্য অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ কার্যক্রমের আওতায় এই দুটি কনসেনট্রেটর দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে চেম্বারের সভাপতি আলহাজ মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনের প্রতিনিধি শাখাওয়াত হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক আলহাজ এম এ লতিফ, চেম্বারের সিনিয়র সহসভাপতি হাজি মো. মোশাররফ হোসেন।
অন্যদের মধ্যে চেম্বারের সহসভাপতি আলহাজ জাহিদুল হক জাবেদ, চেম্বারের পরিচালক মো. মিজানুর রহমান পাটোয়ারী, মো. নিজাম উদ্দিন সরকার, হাজি মো. আলা উদ্দিন, মো. আবদুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সফলতা এবং দেশব্যাপী এফবিসিসিআই এই মহামারিতে জনগণের সেবায় বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করায় তাদের প্রশংসা করেন। এছাড়া স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপন বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী নিয়ে ভৈরব-কুলিয়ারচরবাসীর পাশে থাকায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।