ভৈরবে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
কিশোরগঞ্জের ভৈরবে বধুনগর ইসলামপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে কালা মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল নয়টার দিকে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নিহত কালা মিয়া গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে। এই ঘটনায় আহত মো. তৌহিদ মিয়ার ছেলে সবুজ হাসান ও মৃত হাজী মো. বাচ্চু মিয়ার ছেলে তৌহিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামের কালা মিয়া, তৌহিদ মিয়ার বাড়ির লোকজনের সাথে একই গ্রামের প্রতিবেশী মতি মিয়ার বাড়ি ও আবুল কালামের বাড়ির লোকজনের সাথে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। জমির বিরোধ মেটাতে আজ সোমবার সকালে দুপক্ষের সালিশ বসে। সালিশে দুপক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয়পক্ষ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কালা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ‘বধুনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে কালা মিয়া নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।’