ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কিশোরগঞ্জের ভৈরবে শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার নিরাপদ সড়ক চাই, ভৈরব শাখার আয়োজনে দিবসটি পালিত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। শোভাযাত্রায় নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মীরা ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
দ্বিতীয় পর্বে ছিল বিতর্ক প্রতিযোগিতা। স্থানীয় আউডিয়াল স্কুল ও উদয়ন স্কুলের মধ্যে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন হয়। বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ইউএনও লুবনা ফারজানা। বিচারকের দায়িত্ব পালন করেন এনডিএফবিডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রকিবুল হান্নান মিজান, এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
পরে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও লুবনা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন, ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।
আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।