ভৈরবে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহতরা হলেন জেলার নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের ফরিদ মিয়া (৩৩), একই উপজেলার পিতলহাটি গ্রামের আ. খালেক (৫৮) ও জালালপুর গ্রামের ইসমাইল (৩২)। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুর দেড়টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি নিকলী থেকে ভৈরবে যা্চ্ছিল। অটোরিকশাটি কালিকাপ্রসাদ এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন পাঁচজন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে সার্কেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানিয়েছেন, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।