ভৈরবে ধর্মঘটে তিন পথেই যাত্রী ভোগান্তি
গণপরিবহণের ধর্মঘটের কারণে ভৈরবের সড়ক, রেল ও নৌ—এই তিন পথেই ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। দুদিন ছুটি কাটিয়ে আজ রোববার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার সময় তারা এই ভোগান্তির শিকার হয়।
ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ এবং ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কসহ আঞ্চলিক আরও ১০টিরও বেশি সড়কে গণপরিবহণ চলাচল না করায় এসব পথের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। তবে অনেককেই কয়েকগুণ ভাড়া গুনে মাইক্রোবাস, পিকআপভ্যান, সিএনজি ও যন্ত্রচালিত রিকশায় (বিভাটেক) করে গন্তব্যে যেতে দেখা গেছে।
অপরদিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট, ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ, চট্টগ্রাম-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেনগুলোতে যাত্রীদের অস্বাভাবিক ভিড় লক্ষ করা গেছে। অনেকেই ভৈরব বাজার জংশন স্টেশনের কাউন্টার থেকে টিকেট না পেয়ে কালোবাজারিদের দ্বারস্থ হয়ে কয়েকগুণ বেশি দামে টিকেট সংগ্রহ করে গন্তব্যে যাচ্ছে।
আর যারা কোনোভাইে টিকেট সংগ্রহ করতে পারেনি, তারা স্ট্যান্ডিং টিকেট বন্ধ থাকায় রিস্ক নিয়ে বিনা টিকেটের যাত্রী হতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অন্যদিকে ভৈরব নদী বন্দরের লঞ্চটার্মিনাল থেকে ভৈরব-নবীনগর, ভৈরব অষ্টগ্রাম, ভৈরব-হবিগঞ্জসহ বিভিন্ন নৌপথে যাতায়াতকারী ৩০টিরও বেশি লঞ্চ চলাচল বন্ধ থাকায় ওই সব পথের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে। তাদের মাঝে সামর্থ্যবানরা কয়েকগুণ বেশি ভাড়ায় স্পিডবোটে যাতায়াত করলেও দরিদ্র হাওরবাসী যাত্রীরা পড়েছে বিপাকে।