ভৈরবে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ
কিশোরগঞ্জের ভৈরবে চাল, ডাল, তেল, চিনি, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।
আজ শনিবার বেলা ১১টায় শহরের আইস কোম্পানির মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।
এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক প্যানেল মেয়র মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাজি মো. শাহিন, সদস্য সচিব ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের আজ নাভিশ্বাস উঠে গেছে। ইতোমধ্যে সব কিছুর দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চারদিকে হাহাকার, নীরব দুর্ভিক্ষ চললেও সরকারের মন্ত্রী-এমপিদের সেদিকে খেয়াল নেই। তারা আছেন তাদের নিজেদের আখের গোছাতে ব্যস্ত।
বক্তারা আরও বলেন, ১০ টাকা কেজি চালের কথা বলে ক্ষমতায় এসে এখন ৭০ টাকাতে চাল খাওয়াতে বাধ্য করছে। সাধারণ জনগণ মরে গেলেও তাদের দলীয় নেতাকর্মীদের রমরমা অবস্থা। দিনের ভোট রাতে দিয়ে, ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসে, মানুষের মঙ্গল চিন্তা তাদের মাথা থেকে উধাও হয়ে গেছে।
জনগণ থেকে বিচ্ছিন্ন এই সরকার আবারও ভোটারবিহীন একটি নির্বাচন করার নীলনকশা করছে উল্লেখ করে বক্তারা সেই নির্বাচন প্রতিহত করতে দলীয় নেতাকর্মীসহ সচেতন জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।