ভৈরবে নৌডাকাত গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে আইয়ুব খান (৪৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভৈরব নৌপুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মেঘনা নদীর ভৈরবসহ আশপাশের নৌপথে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় একাধিক অভিযোগ পড়ে। সেই পরিপ্রেক্ষিতে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে ভৈরব নৌপুলিশের একটি দল এসআই রাসেল মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে নৌডাকাত আইয়ুব খানকে নিজবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ভৈরব নৌথানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, নৌপথে যেমন ডাকাত আতঙ্ক বেড়েছে আবার নৌপুলিশের একাধিক দলও নৌপথে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে নৌডাকাত আইয়ুব খানকে তার নিজবাড়ি থেকে আটক করা হয়েছে। আইয়ুবের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।