ভৈরবে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে আইন ভঙ্গ করায় চার ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ট্যাংকলরিকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে শহরের তাঁতারকান্দি, চকবাজার, মেঘনা ব্রিজ সংলগ্ন যমুনা ডিপু এরিয়ায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ না থাকায় এবং কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকায় শহরের তাঁতারকান্দি এলাকার বশির কেমিক্যালকে ৩০ হাজার, একই এলাকার আমিন প্রোডাক্টস করপোরেশনকে পণ্যের মোড়কজাতকরণের নিবন্ধন সনদ না থাকায়, ভেরিফিকেশন সনদ ব্যতীত মেগা ব্যান্ডের ১০০ কেজি ধারণ ক্ষমতার ডিজিটাল ওজন যন্ত্রের ব্যবহার এবং কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকায় ৩৫ হাজার, বৈধ ক্যালিব্রেশন সনদ ব্যতীত জ্বালানি তেল পরিবহণ করায় যমুনা ডিপুর একটি ট্যাংকলরিকে ১০ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, মেয়াদোত্তীর্ণ সনদ ব্যবহার এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ভৈরব বাজারের দারুচিনি হোটেলকে ৩০ হাজার এবং চকবাজারের হোসেন স্টোরকে নকল শিশু খাদ্য বিক্রয় করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ জানান, ভোক্তা অধিকার সুরক্ষাসহ যথাযথ আইন মেনে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করার লক্ষে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে।