ভৈরবে ফারুক খান হত্যা মামলায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী ফারুক খাঁন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বঙ্গবন্ধু সরণির চাঁন ভাণ্ডার দরবার শরীফের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
রোববার দুপুরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার রাসেল মিয়া (২৫), ভৈরব উপজেলার জগমোহনপুর গ্রামের রায়হান (১৯) ও ভৈরব পৌর শহরের পঞ্চবটি এলাকার রবিন (২০)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সুইসগিয়ার, চাকু ও দুটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মোবাইল দুটি নিহত ফারুক খাঁন ও তাঁর মামাতো ভাইয়ের বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তিন আসামিকে রোববার বিকেলে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালতে তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়।
গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ব্যবসায়ী ফারুক খান আশুগঞ্জ থেকে ভৈরব আসার পথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় তিন ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় ওই ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সময় ছিনতাইকারীরা নিহতের ও তার মামাতো ভাইয়ের দুটি মোবাইল নিয়ে যায়। ওই ঘটনার পর রাতেই নিহতের ছোটভাই সুমন খান তিনজনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করে।
ওসি শাহিন জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ তিনজন অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সময় নিহত ফারুক খানের সঙ্গে তাঁর মামাতো ভাই আরিফ ছিলেন। গ্রেপ্তারকৃত তিন অপরাধীকে আরিফ চিনতে পেরেছেন।