ভৈরবে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ লিটন মিয়া ও রাসেল মিয়া নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার সকালে শহরের স্টেডিয়ামপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া লিটন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং রাসেল একই উপজেলার কালিসিমা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে পৌরসভা এলাকার শহীদ আইভি রহমান স্টেডিয়াম মোড়ে অভিযান চালানো হয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া দুজন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিক্রি করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আজ দুপুরে গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি মামলা করেছে বলে জানিয়েছেন কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।