ভৈরবে বাসচাপায় নিহত ১
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসের চাপায় নাসিম মিয়া (২৪) নামে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরবের শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম মিয়া ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের পশ্চিমপাড়ার মো. সামসুদ্দিনের ছেলে। নাসিম পেশায় জুতার তৈরির পণ্যের ব্যবসায়ী ছিলেন।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, নাসিম ভৈরব থেকে যাওয়ার পথে পানাউল্লাহরচরে পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহণের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে। নিহত নাসিম মিয়ার পরিবার আইনগত সহযোগিতা চাইলে আমরা সার্বিক সহযোগিতা করব।’