ভৈরবে বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভা নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ভৈরব থানায় আল আদিন (৩৯) নামের স্থানীয় এক যুবলীগ নেতা মামলাটি করেছেন।
আসামিরা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক দোলোয়ার হোসেন সুজন, বিএনপি নেতা ও দৈনিক দিনকাল পত্রিকার ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমান সোহেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা আঙ্গুন মিয়া, ইমতিয়াজ আহমেদ কাজল, মুকিত মিয়া, লোকমান মিয়া, তোফাজ্জল মিয়া, জুবায়ের আল মাহমুদ আফজাল, আক্তার হোসেন, এনামুল, হানিফ মিয়া, নজরুল খাঁন, জাকারিয়া ফারুক, নাছির মোল্লা, বাছির মেল্লা, নবী হোসেন, কামরুজ্জামান রকি ও জিনা। মামলায় উল্লেখিত ১৯ জনের নামসহ আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় যুবলীগ নেতা আল আদিন অভিযোগ করেন পৌর নির্বাচনে নৌকার প্রচারণার সময় শহরের কালিপুর এলাকায় গেলে আসামিরা তাঁকে আটকিয়ে তাঁর মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় এবং তাঁকে মারধর করে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে।
ভৈরব উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য সচিব আল-মামুন বলেন, ‘মামলার অভিযোগের ব্যাপারে আমি কিছুই জানি না। আগামীকাল ভৈরব পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ গায়েবি মামলাটি করা হয়েছে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, ‘কোনো ঘটনায় কেউ অভিযোগ নিয়ে এলে তাঁর মামলা নিতে হয়। কোনো মামলা গায়েবি হয় না। দায়ের করা মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’