ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরব শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন কলোনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃতরা হলেন—গণেশ লালের ছেলে মিলন লাল (৩৫), জনির ছেলে সুদর্শন কুমার দেব দিবু (১৬) ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক হোসেন (২২)।
এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন—ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫), হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪) ও চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।
স্থানীয়সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌরবিদ্যুতের একটি খুঁটি তুলে পল্লীর ভেতরে বসানোর সময় খুঁটিটি বিদ্যুতের মেইন তারে লেগে বিদ্যুতায়িত হয়। এসময় ছয়জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, ‘দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরিজন সম্প্রাদায়ের দুজনসহ তিনজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতদের স্বজনদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এ ছাড়া এই ঘটনায় যদি কারও ত্রুটি বা দোষ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’