ভৈরবে বিল থেকে চোরাই গরুর চামড়া উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চুরি হওয়া গরুর চামড়া দুদিন পর পাওয়া গেল বিলে। দুর্বৃত্তরা গরুটি চুরির পর গ্রামের একটি বিলে নিয়ে সেটি জবাই করে মাংস বিক্রি করেছে বলে অভিযোগ মালিক মো. নূর হোসেন ভূঁইয়ার।
আজ শনিবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মোটুপী গ্রামের একটি বিল থেকে চুরি হওয়া গরুটির চামড়া উদ্ধার করেন মো. নূর হোসেন।
নূর হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে কে বা কারা গোয়াল ঘরের দরজার তালা ভেঙে একটি গরু নিয়ে যায়। আজ দুপুরে লোকমুখে খবর পেয়ে তিনি সেটির চামড়া মৌটুপী গ্রামের একটি বিল থেকে উদ্ধার করেন। তিনি চামড়ার রং দেখে সেটি তাঁর চুরি হওয়া গরুর বলে শনাক্ত করেন।
গরুটির ছয় মাস বয়সী একটি বাচ্চা রয়েছে জানিয়ে নূর হোসেন দাবি করেন, গরুটির বর্তমান বাজার দর ৭০-৮০ হাজার টাকা।
সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মাসুদ ভূঁইয়া জানান, সাদেকপুর গ্রামে একটি গরু চোরচক্র সক্রিয় রয়েছে। যারা দরিদ্র কৃষকদের গরু চুরি করে তাদের নিঃস্ব করে দেয়। তিনি এ চক্রটিকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘গরুটির মালিক অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।’