ভৈরবে মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ড
কিশোরগঞ্জের ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় একটি মশার কয়েল তৈরির কারখানা অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ‘পাতাবাহার’ নামের কয়েল কারখানাটির মালিক জসিম উদ্দিন।
এদিকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ধারণা, ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হতে পারে। কারখানাটির ড্রায়ার মেশিন অতিরিক্ত হিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে কারখানার শ্রমিকরা জানায়।
কারখানার শ্রমিকরা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে তারা কারখানাটিতে যার যার কাজ করছিলেন। এমন সময় হঠাৎ ড্রায়ার মেশিন থেকে অগ্নিকাণ্ড ঘটে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। এ সময় চারদিক আগুন আর ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। তারা তখন ছোটাছুটি করে বাইরে বের হয়ে চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা এসে আগুন নেভায়।
কারখানাটির মালিক জসিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে তার কারখানা, যন্ত্রপাতি, তৈরি ও কাঁচামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আজিজুল হক রাজন জানান, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে তারা পৌঁছার আগেই কারখানাটির অনেক মালামাল পুড়ে যায়। এতে কারখানাটির ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হতে পারে।