ভৈরবে মানবপাচার চক্রের তিন সদস্য আটক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মানবপাচার চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকার রানা মিয়া (৩০), ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার সাইফ মিয়া (২৩) ও কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের কামাল মিয়া (৬০)।
আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
এ সময় অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু দালাল উন্নত জীবনের লোভ দেখিয়ে প্রতিনিয়ত অসহায় বাংলাদেশিদের অবৈধভাবে নৌ-পথ এবং বিভিন্ন মাধ্যমে ইতালিতে পাঠিয়ে আসছে। যার ফলে তারা প্রতিনিয়ত মৃত্যুসহ বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির সন্মুখীন হচ্ছে।
এছাড়াও অবৈধ অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের জিম্মি করে প্রতিনিয়ত মুক্তিপণ দাবি এবং শারীরিক নির্যাতন করে আসছে। বর্ণিত ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমদের আত্মীয়-স্বজনরা বিভিন্ন সময় ভৈরব থানায় মানবপাচারবিরোধী আইনে মামলা করেন। যার পরিপ্রেক্ষিতে নজরদারিতে রেখে র্যাব তাদের আটক করে।
আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব কর্মকর্তা আরও জানান, তারা লিবিয়াতে মিথ্যা চাকরির প্রলোভন দেখিয়ে মানুষদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে তিন থেকে চার লাখ করে টাকার নিতেন। পরবর্তীতে বিদেশি মানবপাচার চক্রের সঙ্গে যোগসাজসে তাদের জিম্মি করে নির্যাতনের ভিডিও পরিবারকে পাঠিয়ে অতিরিক্ত জনপ্রতি ছয় থেকে সাত লাখ টাকা আদায় করে।