ভৈরবে মায়ের আবেদনে মাদকাসক্ত ছেলের সাজা
কিশোরগঞ্জের ভৈরবে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ এক মায়ের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এই দণ্ড প্রদান করেন।
অভিযোগকারী মা নাজমা বেগম জানান, তার ছেলে সাইফুলের স্ত্রীসহ দুই সন্তান আছে। কিন্তু তিনি কোনো কর্ম করেন না। তার পরিবার তিনিই লালনপালন করেন। উল্টো মাদকের টাকার জন্য তাকে মারধর করেন ছেলে। জিনিসপত্র ভাঙচুর করেন। তিনি অতিষ্ঠ হয়ে ইউএনও বরাবর গত ২০ জানুয়ারি লিখিত আবেদন করেন। ছেলেকে এক বছরের জেল প্রদান করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামের মৃত আলকাছ মিয়ার স্ত্রী নাজমা বেগম তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তাকে মারধরসহ নানা অত্যাচারের অভিযোগ জানিয়ে ইউএনও বরাবর লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
ভৈরব থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, আজ বুধবার সকালে সাইফুলকে শম্ভুপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের আদালতে হাজির করলে তিনি এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। উ
ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, মাদকাসক্ত ছেলে সাইফুলের মা নাজমা বেগমের আবেদনে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মাদক গ্রহণ ও মায়ের উপর অত্যাচারের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সাজা দেওয়া হয়েছে।