ভৈরবে যুবদলের আহ্বায়ক সুজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা যুবদলে আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের ভৈরবপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুজনের পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) সাকিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। পরে গত দুই মাস আগে সংঘটিত একটি সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
সুজনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকার পল্টনে বিএনপির সমাবেশে ভৈরব থেকে নেতাকর্মী যেন যোগ দিতে না পারে, সেজন্য পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে।’
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দেলোয়ার হোসেন সুজন নামের একজনসহ মোট সাত ব্যক্তিকে আটক করা হয়েছে।’