ভৈরবে সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুজন সফল মৎস্য চাষি ও একজন প্রতিষ্ঠানপ্রধানকে পুরস্কৃত করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে সফল মৎস্য চাষি বদরুল আলম ভুঁইয়া বাদল, প্রসেসিং মাছ বিক্রেতা গুড ফুডের উদ্যোক্তা লামিয়া রহমান চৈতী ও পুকুরে পাবদা মাছ চাষে সফল মৎস্য চাষি মো. মনিরুল ইসলামকে এই পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
পুরস্কার প্রদানের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে নিজেদের সফলতা তুলে ধরে বক্তব্য দেন পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান গুড ফুডের সফল নারী উদ্যোক্তা লামিয়া রহমান চৈতী ও বায়োফ্লকে সফল মৎস্য চাষি হাজি বদরুল আলম ভুঁইয়া বাদল।
এর আগে বেলা ১১টার দিকে উপজেলা কমপ্লেক্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও লুবনা ফারজানা। পুকুরে রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের ২০ কেজি পোনা অবমুক্ত করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।