ভৈরবে স্ত্রীর ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সুজন মিয়া (২৮)। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া শহরের পঞ্চবটি বউবাজার এলাকার জাকির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সুজন পেশায় একজন রিকশাচালক ছিলেন। সাত বছর আগে তিনি বিয়ে করেন। সুজন মাদকাসক্ত থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। কিন্তু স্ত্রী কিছুতেই তাঁর স্বামীকে মাদক ছাড়াতে পারছিলেন না।
এ কারণে এক মাস আগে স্ত্রী রাগ করে স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যান। স্ত্রী চলে যাওয়ায় সুজন মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, ওড়না পেঁচিয়ে সুজন আত্মহত্যা করেছেন। পুলিশ খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করলেন, তা জানা যায়নি।
ওসি আরও জানান, আজ শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।