ভৈরবে হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নার্সের নাম—রিমা প্রামাণিক (১৮)। রিমার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামে।
আজ সোমবার সকালে পুলিশ রিমার মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক প্রতিবেদন তৈরির পর কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের দ্বিতীয় তলার ২০৩ নম্বর স্টাফ আবাসিক কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে রিমা। তবে, পুলিশে খবর দেওয়ার আগে রিমার ঝুলন্ত মরদেহ নামিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তাঁরা।
মৃত্যুর আগে রিমা প্রামাণিক একটি চিরকুট লিখে রেখে গেছেন। ওই চিরকুটে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে। মৌখিক দাবি করলেও তা গণমাধ্যমকে দেখানো হয়নি।
এদিকে, রিমার স্বজনরা জানান, রিমা ছুটিতে বাড়ি ছিলেন। শনিবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ফোন করে হাসপাতালে নিয়ে আসেন। আজ সকালে হাসপাতাল থেকে রিমার মৃত্যুর সংবাদ জানানো হয়। তাঁরা রিমার মৃত্যুর রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্ত দাবি করেন।
পুলিশ জানায়, ফাঁসিতে মৃত্যু হয়েছে বলে জানানো হলেও, রুমের বেডে শোয়া অবস্থায় মরদেহটি পেয়েছেন তাঁরা। ওই কক্ষের ফ্যানে একটি ওড়না ঝুলানো ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশ একটি চিরকুট পেয়েছেন জানিয়ে তদন্ত কর্মকর্তা এসআই রফিক জানান, চিরকুটটি মৃত রিমার হাতের লেখা কি না, তা মিলিয়ে দেখতে হবে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত রহস্য জানা যাবে।