ভৈরবে ৬ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ ভৈরব বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এমন অভিযান নিয়মিত চলবে।’
ভৈরব থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পৌরসভার স্যানিটারি পরিদর্শক নাসিমা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা না থাকায় মুদি-মনোহারী দোকানি উজ্জ্বল কবিরকে দুই হাজার, অলি উল্লাহকে দুই হাজার, কবির মিয়াকে তিন হাজার, ইকবাল আহমেদকে দুই হাজার, সুজন মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, অবৈধ পলিথিন বিক্রি করায় মাহবুব রহমান নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে বলা হয়, একই অপরাধ দ্বিতীয়বার ঘটালে আরও কঠিন শাস্তি দেওয়া হবে।
এ ছাড়া রাস্তার উপর দোকানের বিভিন্ন মালামাল রেখে রাস্তা দখলকারীদের উচ্ছেদসহ জরিমানা করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।