ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : আইজিপি
দেশের পাঁচ সিটি নির্বাচন নিয়ে নিরাপত্তায় কোনো শঙ্কা বা চ্যালেঞ্জ দেখছেন না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থার সঙ্গে আমরা কথা বলেছি। এখানে তাদের কথাবার্তা শুনেছি। ওরকম চ্যালেঞ্জের কথা কেউ বলেনি। আমরা আশা করছি, একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে। আইজিপি বলেন, ‘ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন।’
আজ বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিটি নির্বাচন উপলক্ষে কমিশনের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে আইজিপি এই মন্তব্য করে।
আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ইতোমধ্যেই নির্বাচন কমিশন পাঁচ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা দিয়েছে। প্রতিটি সিটি ভোটের বিষয়ে আলাপ হয়েছে। নির্বাচন কমিশন আমাদের অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্য নির্দেশনা দিয়েছে।’
গাজীপুর ভোট নিয়ে ওরকম কোনো শঙ্কা দেখছেন না জানিয়ে আইজিপি বলেন, ‘যেকোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উদ্ভব হয়, সেটা বিবেচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেব। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে জঙ্গিসহ সবকিছু বিবেচনায় নিয়েই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন।’
পুলিশ স্থানীয় প্রার্থীদের দ্বারা প্রভাবিত হয় না জানিয়ে আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আইন অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী কমিশনের সঙ্গে দীর্ঘদিন ধরে নির্বাচনী দায়িত্ব পালন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যে দায়িত্ব পালন করা দরকার বাংলাদেশের প্রতিটি সদস্য সে দায়িত্ব পালন করে।’
নিরাপত্তার তথ্য বিশ্লেষণ প্রসঙ্গে আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমাদের কাছ থেকে সহযোগিতা কামনা করেছে ইসি। আমরা আমাদের সহযোগিতা প্রদানের বিষয়ে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে আশ্বাস দিয়েছি। কমিশনের পরিপত্র আলোকে অস্ত্র উদ্ধার অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেসব কার্যক্রম দরকার, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব।’