ভোটের দুদিন আগে কাউন্সিলর প্রার্থী আজিজুরকে শোকজ
গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী প্রচারণায় মো. আজিজুর রহমান ভোটারদের ভয়ভীতি দেখিয়েছেন জানিয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়। আজ মঙ্গলবার (২৩ মে) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এর ঠিক দুদিন আগে এই কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর ঘটনা ঘটল। আগামীকাল বুধবার (২৪ মে) এই কাউন্সিলর প্রার্থীকে সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ইসির দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টায় গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডে অবস্থিত পুবাইল এলাকার কলের বাজার নামক স্থানে মিছিল ও জনসভা করেন। ওই জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেবেন না’ বলে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
‘এই বক্তব্য নির্বাচন কমিশনের নজরে এসেছে’ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সদয় নির্দেশক্রমে এ বিষয়ে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। তদন্তে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন মো. আজিজুর রহমানকে বুধবার (২৪ মে) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে (কক্ষ নং ৩১৪, নির্বাচন ভবন) ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
এতে আরও বলা হয়েছে, বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৯১ এবং সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬-এর বিধি ৩১ ও ৩২ এর পরিপন্থী।