ভোটে হেরে রাস্তায় বেড়া দিলেন পরাজিত প্রার্থী
ভোটে হেরে নিজ বাড়ি সংলগ্ন চলাচলের পথ বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত একজন প্রার্থী। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা। তিনি তাঁর জমির উপর দিয়ে কাউকে চলাচল করতে দিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
গতকাল মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বদ্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, সেখানকার ৬০টি পরিবার ওই রাস্তা দিয়ে বছরের পর বছর চলাচল করে আসছেন। গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান আরিজুল ইসলাম। এরপর তিনি আমাদের ওপর দোষ চাপিয়ে চিৎকার করে বলতে থাকেন, ‘তোরা আমাকে ভোট দিস নাই, তাই ফেল করেছি। এবার আমি তোদের মজা দেখাব’।
গ্রামবাসী জানায়, গতকাল মঙ্গলবার আরিজুল ইসলাম লোকজন নিয়ে ওই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে আমাদের চলাচলের পথ আটকে দিয়েছেন। আমরা এই বর্ষার কাদায় বাড়ি থেকে বের হতে পারছি না। বিকল্প কোনো রাস্তাও নেই আমাদের।
স্থানীয় মোক্তার মোড়ল বলেন, ‘আমরা তাকে বারণ করেছি। বলেছি বেড়া সরিয়ে জনগণের যাতায়াতের সুযোগ দিন। কিন্তু তিনি ওইটা তার পৈত্রিক সম্পত্তি। তিনি সেখানে শৌচাগার তৈরি করতেন বলে জানান।’
মোক্তার মোড়ল আরও বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন এ কারণে বাড়িতে আটকা পড়েছি।’
ওই গ্রামের মো. মিন্টু বলেন, ‘আমরা তাকে বলেছি যাতায়াতের পথ বন্ধ করে রাখা যায় না। কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনছেন না।’
জানতে চাইলে আরিজুল ইসলাম বলেন, ‘আমার জায়গা আমি না দিলে কারও কিছু করার নেই। গ্রামবাসী কোনো পথে যাতায়াত করবে তা আমার জানার বিষয় নয়। আমার জমি আমি ব্যবহার করব। তাতে কারও কিছু বলবার নেই।’
এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যুবায়ের হোসেন বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। চেয়ারম্যানের মাধ্যমে বেড়া সরিয়ে নেওয়ার কথা বলেছি। এখনও কোনো খবর আমার কাছে আসেনি। আগামীকাল বৃহস্পতিবার সকালে প্রয়োজনে আমি নিজে গিয়ে সমস্যার সমাধান করব।’