ভোট অনেক সুষ্ঠু হয়েছে : ইসি সচিব
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেছেন, ‘আমরা এখনো পর্যন্ত যে প্রতিবেদন পেয়েছি, ভোট অনেক সুষ্ঠু হয়েছে। অনেক ভালো নির্বাচন হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সব মিলিয়ে।’
আজ শনিবার সন্ধ্যায় নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে শেষ কর্মদিবসে ইসি সচিব এ কথা বলেন।
তৃতীয় ধাপে সব মিলিয়ে কত শতাংশ ভোট পড়তে পারে- এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘বরাবরের মতো, বিশেষ করে স্থানীয় সরকারের প্রত্যেকটি নির্বাচনই তো ভালো। আমরা তৃতীয় দফার এই নির্বাচনে আশা করছি, গড়ে ৬০ শতাংশের নিচে ভোট হবে না। ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকবে গড়ে।’
মো. আলমগীর বলেন, ‘মাত্র দুটি কেন্দ্রে একটু ঝামেলা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে ব্যালট পেপার হারিয়ে গেছে। কীভাবে হারিয়েছে এখন এটা ফাইন্ডআউট করা হবে তদন্তের মাধ্যমে। ১০ পাতা বই হারিয়ে গেছে। ওখানে প্রিসাইডিং এবং পোলিং অফিসার যারা ছিলেন দায়িত্বে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করা হয়েছে।’
ইসি সচিব আরো বলেন, ‘আর কুমিল্লার বড়ুয়ার একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে। সেজন্য সেখানে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আর সব স্থানে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে এবং এরই মধ্যে অনেক কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণাও করা হয়েছে।’
তিন দফায় পৌরসভার ভোট সম্পন্ন করেছে ইসি। তিন দফা ভোটের তুলনামূলক বিশ্লেষণ করতে বললে মো. আলমগীর বলেন, ‘আমি বলব যে, প্রথম এবং দ্বিতীয় দফায় ব্যালট এবং ইভিএমে দুটোতেই ভোট হয়েছিল। আর আজকে শুধুই ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে। তো আমি বলব যে, কোনো দফার চেয়ে কোনো দফা মন্দ হয়নি। দ্বিতীয় দফায় সিরাজগঞ্জে একটি দুঃখজনক ঘটনা না ঘটলে আমি বলব যে, প্রত্যেকটি একই রকম ভোট হয়েছে। আর আজকেরটা তো একেবারে শান্তিপূর্ণভাবে হয়েছে সব জায়গায়। এবং আপনাদের মিডিয়াতেও আমরা তাই দেখেছি।’